'পদ্মশ্রী' প্রত্যাখ্যান সন্ন্যাসীর, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি
1 min readপ্রীতম সাঁতরা, কলকাতা (বর্তমানের কথা) : পদ্মশ্রী প্রাপকদের তালিকায় ছিল তাঁর নাম। কিন্তু প্রধানমন্ত্রীকে এক খোলা চিঠি দিয়ে জানিয়ে দিলেন, তিনি এই সম্মান গ্রহণ করতে পারবেন না। যদিও তাঁকে পদ্মশ্রী পুরষ্কারের যোগ্য মনে করার জন্য কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন নিজের মাতৃভূমির কাছে। তিনি আর কেউ নন সিদ্ধেশ্বর স্বামীজি। যদিও তাঁর পু
রষ্কার গ্রহণ না করার পিছনে রয়েছে যথেষ্ট যৌক্তিকতা। সাধারণ নিয়ম অনুযায়ী একজন সন্ন্যাসীর জীবনে মোহ, মায়া, লোভ ইত্যাদি থাকার কথা নয়। স্বামীজিও সেই কথাটিই তুলে ধরেছেন নিজের চিঠিতে। শুধু পদ্মশ্রী কেন, এ জীবনে তিনি কোনো সম্মান বা পুরস্কারই গ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। অতীতে কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট প্রত্যাখ্যান করেছিলেন সিদ্ধেশ্বর স্বামীজি।