মার্কেট কমপেলক্স এর শিলান্যাস করতে এসে কালিয়াগঞ্জ পৌরসভার উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক
1 min readতন্ময় চক্রবর্ত্তী (বর্তমানের কথা) কালিয়াগঞ্জ পৌরসভার উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী।আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পৌরসভার উদ্যোগে একটি মার্কেট কমপেলক্স এর শিলান্যাস করতে এসে এই কথা বললেন তিনি।তিনি বললেন জেলার মধ্যে যে সমস্ত পৌরসভা গুলি আছে তার মধ্যে পৌরপতি সবচেয়ে বেশী তার কাছে কালিয়াগঞ্জ উন্নয়নের বিষয় বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে আসেন।জেলা শাসক বলেন পৌরপতির আন্তরিক উদ্যোগের ফলে একের পর এক উন্নয়ন মূলক কাজে এগিয়ে চলছে কালিয়াগঞ্জ পৌরসভা ।নতুন বাসস্ট্যান্ড থেকেবিভিন্ন পার্ক ,রাস্তা ঘাট থেকে নিয়ে নিকাশি ব্যাবস্থা সব দিয়ে কাজের নিরিখে তিনি অন্য পৌরসভাকেও পিছনে ফেলে দিয়েছেন ।জেলা শাসক আরো বলেন এইভাবে যদি কাজ করে যায় পৌরপতি তাহলে আগামি দিনে কালিয়াগঞ্জ এর চেহারা অমূলে বদলে যাবে।অন্য দিক থেকে জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন কাজ করার মানসিকতা যদি কারো থাকে তবে কোন বাধাই যে বাধা হয়ে দাডায না তা আরেকবার দেখিযে দিয়েছে কালিয়াগঞ্জ পৌরসভা।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ বাসীর বহুদিনের দাবি গুলো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় করতে পেরে তিনি গর্বিত ।তিনি বলেন মুখ্যমন্ত্রী যেভাবে দুই হাত আশীর্বাদ করছেন তাতে কালিয়াগঞ্জ বাসীর স্বপ্ন যে খুব তাড়াতাড়ি পূরণ হবেই সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।তিনি বলেন বি.এ.ডি. পি ফান্ড থেকে 2 কোটি 25 লক্ষ টাকা ব্যাযে আজ পুরো মার্কেট কমপেলক্স এর আজ শিলান্যাস হয় ।যে কাজ আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে তিনি জানান এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানি, জেলা পরিষদের সরকারি সভাধিপতি পূর্ণেন্দু দে, পুলিশ সুপার শ্যাম সিং,পাল,বিডিও মহম্মদ জাকারিয়া ,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য ,উপপৌরপতি বসন্ত রায,আই সি বিচিত্র বিকাশ রায় ,সভাপতি অসিম কুমার ঘোষ সহ প্রমুখ ।