October 11, 2024

গোপনে বিয়ে করলেন টালিউডে অভিনেত্রী নুসরাত জাহান

1 min read
কলকাতা, ২৯ জানুয়ারি- অনেকের কাছেই তিনি সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু হঠা করে একি শোনা যাচ্ছে! টালিউডে গুঞ্জন উঠেছে এই নায়িকা নাকি ব্যাচেলর নন। কলকাতার নুসরাত জাহান নাকি বিবাহিত। এমনটাই শোনা যাচ্ছে
টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নুসরাত জাহান কয়েক বছর আগে নাকি বিয়ে সেরে ফেলেছেন। পাত্রের নাম ভিক্টর ঘোষ। যদিও গোপনে বিয়ে করেছেন তবে তাঁরা কিন্তু জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন।
রাজ চক্রবর্তীর শত্রু সিনেমা দিয়ে টলিউডে আসেন নুসরাত । তারপর টলিউডে একের পর এক সিনেমা দিয়ে ভক্তদের ক্রাশে পরিণত হয়েছেন এ নায়িকা।
জানা গেছে, মাঝে মাঝে সিনেমার শুটিংয়ের জন্য নুসরাতকে বিদেশ যেতে হয়। আর ঠিক তখন থেকেই নাকি ভিক্টরের সঙ্গে পরিচয়।

ভিক্টর জামশেদপুরের ছেলে। সিভিল অ্যাভিয়েশনে চাকরি করেন তিনি। শোনা যাচ্ছে, বিয়ের পর থেকে নাকি নুসরত ও ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *