পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস নাকি 'ওয়ান ম্যান আর্মি।
1 min readপ্রীতম সাঁতরা (বর্তমানের কথা) : পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস নাকি ‘ওয়ান ম্যান আর্মি’। রাজনৈতিক মহল হোক কিংবা সাধারণ নাগরিকের একাংশ, তাদের ধারনা অন্তত তাই। তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। সে যতই পার্থ-ফিরহাদ-অমিতরা থাকুক না কেন। ‘মানুষ তৃণমূলকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে’- কথাটা বেশ কিছু দিন ধরেই প্রচলিত। তাহলে মমতা পরবর্তি সময়ে তাঁর দলের প্রতি মানুষের আস্থা কি একেবারেই তলানিতে যাবে? সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং মমতা নিজেই। তিনি জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে দল বহাল তবিয়তেই থাকবে। কারণ দলের ব্যাটন যে অভিষেক-শুভেন্দুর হাতে যাবে, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। শুক্রবার হাওড়ার ডুমুরজলায় আয়োজিত হয়েছিল তৃণমূল ছাত্র-যুব সংগঠনের সম্মেলন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, তাঁর উনুপস্থিতেও দল চলবে। আগামী ৩০ বছরের জন্য তিনি দলকে প্রস্তুত করে ফেলেছেন। এরপরেই দলের পরবর্তি ব্যাটন যে অভিষেক-শুভেন্দুর হাতে যেতে চলেছেন সে ইঙ্গিত তিনি দেন। পাশাপাশি যুব সম্প্রদায়কেও দলে যোগ দেওয়ার জন্য আহ্ববান জানিয়েছেন তিনি।