December 27, 2024

কালিয়াগঞ্জে অনন্য থিয়েটারের রজত জয়ন্তী বর্ষে অনন্য নাট্য মেলা

1 min read
তপন চক্রবর্তী উত্তরদিনাজপুর জেলার  কালিয়াগঞ্জ শহরে র নজমু নাট্য নিকেতন মঞ্চে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের রজত জয়ন্তী বর্ষে শুক্রবার সন্ধ্যায় 5দিন ব্যাপী অনন্য নাট্য মেলার উদ্বোধন হল।অনন্য নাট্য মেলার উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভি চক্রবর্তী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরদিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক অরুণাভ মিত্র।নাট্য মেলার উদ্বোধন করে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভি চক্রবর্তী বলেন কালিয়াগঞ্জ সড়কে বর্তমানে নাটকের শহর বলা যায়।কালিয়াগঞ্জ শহরের অনন্য থিয়েটার দীর্ঘ 25 টি বছর নাটক নিয়ে কাজ করছে এবং আন্তরিকতার সাথে কাজ করলে যে তার একটা ভালো ফল পাওয়া যায় সেটা অনন্য থিয়েটারের সদস্যরা তা ইতিমধ্যেই পেয়েছে।অনন্য থিয়েটারের সবাইকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।প্রধান অথিতি তথা কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ শহর একটি সাংকৃতিক শহর।কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তিনি নতুন একটি অত্যাধুনিক টাউন হল অতি দ্রুততার সাথে নির্মাণ করার ব্যবস্থা নিয়েছেন।শুধু তাই নয় বর্তমানের নজমু নাট্য নিকেটনেরও আমূল সংস্কার করার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছেন বলে জানালে সংস্কৃতি জগতের মানুষেরা তার প্রতিশ্রুতির জন্য করতালি দিয়ে অভিনন্দন জানান।উত্তরদিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরুণাভ মিত্র বলেন কালিয়াগঞ্জ শহর বর্তমানে নাটকের শহরে পরিনত হয়েছে।তথ্য দপ্তরের সাথে যুক্ত থাকার সুবাদে আমি অবশ্য অবশ্যই গর্ব বোধ করি।অরুণাভবাবু বলেন কালিয়াগঞ্জের অনন্য থিয়েটার প্ৰকৃত অর্থেই গর্ব করবার মত একটি স্থান করে নিয়েছে। ।কালিয়াগঞ্জ অনন্য নাট্য সংস্থার সভাপতি রঞ্জন মোদক জানান তাদের অনন্য নাট্য মেলা চলবে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত।তিনি বলেন আগামী4ফেব্রুয়ারি বিকাল 3টায় উদ্ভাসিত 25 বছরের অন্তিম পর্বে একটি নাট্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।বিষয় পেশাদারী থিয়েটার থিয়েটারে পেশাদারিত্ব।রঞ্জন মোদক জানান 3রা ফেব্রুয়ারি কলকাতার দৃশ্যপট এর প্রযোজনায় ও বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদার এই মঞ্চে অভিনয় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *