সমুদ্রের লুকোচুরি
1 min readদেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা,বর্তমানের কথা: বঙ্গোপসাগরের তীরে ভারতের বেশ কয়েকটি রাজ্য রয়েছে। তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মতো রাজ্য। বিস্তৃত বঙ্গোপসাগরের সৈকত এক রাজ্যের সীমা ছাড়িয়ে আর এক রাজ্যে চলে গেছে আর তার মধ্যেই অন্যতম “চাঁদিপুর”। ওড়িশার চাঁদিপুর। ভাটার সময়ে চাঁদিপুরের সৈকত থেকে সমুদ্রের জল ৫ কিলোমিটার দূরে পর্যন্ত চলে যায়। আবার জোয়ার এলে সমুদ্রতট পুরো জলে ভরে যায়। ভোরবেলা যদি সমুদ্র সৈকতে যান তো আপনার মনে হতেই পারে কোথায় সমুদ্র, যতদূর চোখ যাবে দিগন্তরেখা পর্যন্ত বালি আর বালি।নরম বালি নয় চাঁদিপুরের সমুদ্র উপকূলের বালি ভেজা ও শক্ত। পায়ে হেঁটে সমুদ্রকে আহ্বান করে আনছেন এমন অনুভূতি হতেই পারে ।প্রতিদিনই চলতে থাকে কিশোরীর মতন সমুদ্রের এই লুকোচুরি খেলা। আর এর টানেই বহু মানুষ এই সৈকতে আসেন।ইচ্ছে হলেই কিনতে পারেন সমুদ্রের রূপালি শস্য আর হোটেলের হেঁসেলের অথবা কোন চায়ের দোকানে দিলেই ভেজে দেয় ।