October 23, 2024

ইসলাম পুর জেলা হাসপাতালে তৈরি হবে মেকানাইজড লন্ড্রি

1 min read
পিয়া গুপ্তা  উত্তর দিনাজপুর  :-  সাত দিনে সাত রঙের চাদর বরাদ্দ হচ্ছে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র গুলিতে।কোনও দিন হলুদ,কোনও দিন নীল আবার কোনও দিন বা খয়েরী সহ অন্যান্য রং।ইসলামপুর মহকুমা হাসপাতাল,সুপার স্পেশালিটি হাসপাতাল সহ জেলার সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র গুলির যেখানে বেড রয়েছে সব জায়গাতেই সেসব চালু হতে চলেছে আগামী মার্চেই।এর জেরে একদিকে যেমন পরিচ্ছন্নতা বজায় থাকবে তেমনি সৌন্দর্যায়নও হবে। প্রতিদিনে ধোয়া এবং পরিষ্কার চাদরে থাকতে পারবেন রোগীরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রকাশ মৃধা জানান, আমরাও চাইছি এই কর্মসূচি খুব তাড়াতাড়ি শুরু হোক। এই কর্মসূচিতে সমস্ত কিছুই প্রস্তুত।শুধুমাত্র মেকানাইজড লন্ড্রি তৈরির জন্য পরিকাঠামো তৈরি হচ্ছে।কারণ প্রতিদিন প্রচুর চাদর ধুতে হবে। সেসব মেশিনের মাধ্যমে ধোয়া হবে।জেলার রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা হাসপাতালে তৈরি হবে এই মেকানাইজড লন্ড্রি।সেখানে অর্থাৎ একটি লন্ড্রিতে চারটি হাসপাতালের বেডের চাদর যাতে ধোয়ার ব্যবস্থা থাকে সেরকম ব্যবস্থাই গড়ে তোলা হচ্ছে।শুধু মাত্র বর্তমানে এই ব্যবস্থা গড়ে তোলার কাজ শেষ হলেই আগামী মাসে থেকে চালু হয়ে যাবে এই পরিষেবা। এই ব্যবস্থা চালু হলে হাসপাতাল কতৃপক্ষের স্বচ্ছতা নিয়ে আর কোনও প্রশ্নই উঠবেনা বলে দাবি স্বাস্থ্য দপ্তরের।পাশাপাশি রোগীদের মনও ভালো থাকবে বলে মনে করছেন তারা।এদিকে স্বাস্থ্য দপ্তরের তরফে এই ঘোষণা হতেই রোগীদের মধ্যেও বেশ খুশির ভাব।এমনটা হলে প্রতিদিন অন্তত রোগীদের বা তাদের আত্মীয় পরিজনদের অন্তত বিছানার চাদর পাল্টে দেবার বিষয়ে হাসপাতাল কতৃপক্ষকে অনুরোধ জানাতে হবেনা।তাদের অভিযোগ, একটি বিছানার চাদর বরাদ্দ হলেও সেটাতেই থাকতে হয় কয়েকদিন।সহজে চাদর বদলানো হয়না।তাই এই পরিষেবা চালু হলে অন্তত সংশ্লিষ্ট বিষয়ে রোগীর আত্মীয় পরিজনদের হয়রানি কিছুটা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *