October 23, 2024

২৩৫৩ কোটি টাকা বরাদ্দ উত্তর-পূর্ব সীমান্ত রেল বৈদ্যুতিকরণে

1 min read
(বর্তমানের কথা) :- ২৩৫৩ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার উত্তরপূর্ব সীমান্ত রেলের সম্পূর্ণ ট্র্যাকের বৈদ্যুতিকরণেরজন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে এবছরের বাজেটে এই কাজ শুরু করা হবে শীঘ্রই ২৫৩৬ কিলোমিটার রেলপথে গত বছরের বাজেটে এজন্য ১৪৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি শর্মা বলেন, আমরা অনেক জায়গাতেই কাজ শুরু করেছি। কিছু জায়গার কাজ শেষ হয়েছে। বাজেটে আমাদের এলাকার অন্তর্ভুক্ত ২৫৩৬ কিমি রেল ট্র্যাকের জন্য ২৩৫৩ টাকা বরাদ্দ করা হয়েছে। রেল সূত্রে খবর, এবছর বাজেটে কাটিহারতেজনারায়ণপুর, বারসইরাধিকাপুর এবং একলাখিবালুরঘাট ১৭৬ কিমি রেলপথের জন্য ১৫৪.৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কাটিহারযোগবানি ১০৯ কিমির জন্য ১০৯.৯১ কোটি, আলুয়াবাড়িবাগডোগরা হয়ে শিলিগুড়ি ৭৬ কিমির জন্য ৫৯. কোটি এবং রানিনগরহলদিবাড়ি পর্যন্ত ৩৪ কিমি ট্র্যাকের জন্য ২৭.৭১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া এনজেপি নিউ মাল জংশন আলিপুরদুয়ার, এবং কোচবিহার পর্যন্ত রেলপথের জন্য ৪৭৫.৩১ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *