October 30, 2024

ভ্যালেন্টাইন্স ডে গোলাপ বিলি রাজ্য সরকারে

1 min read

পিয়া গুপ্তা (বর্তমানের কথা) ঃ নিত্যনতুন চমক তৈরি করে জনতার মন জয়ে অক্লান্ত বাংলার তৃণমূল সরকার। বাদ যায় না ছোট-বড় কোনও উৎসব।যেখানেই বেশি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা, সেখানেই উদারহস্ত সরকার। নেপথ্যের লক্ষ্যটা অবশ্যই ভোটবাক্স আর নিজেদের পক্ষে সমর্থন আদায়। এবার যেমন উৎসববন্ধু সরকারের নবতম উদ্যোগ, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে গোলাপ বিলিকলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে মোবাইল ভ্যানে গোলাপ বিলি করবে রাজ্যের উদ্যানপালন দফতর। কলেজ স্ট্রিট, সল্টলেক সিটি সেন্টার, ধর্মতলা, পার্কস্ট্রিট সহ একাধিক জায়গায় সকাল থেকে বিলি হবে রঙবেরঙের গোলাপ। প্রেমিক-প্রেমিকার মন জয়ে সরকারের এই উদ্যোগ যে অভিনব তাতে কোনও সন্দেহ নেই। আজ সল্টলেক সেন্টাল পার্কের সামনে গোলাপ বিলি করলেন মন্ত্রী রেজ্জাক মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *