October 23, 2024

উত্তর দিনাজপুরের গ্রামগুলিতে উন্নয়নমূলক কাজের পরিকল্পনা

1 min read

বর্তমান কথা উত্তর দিনাজপুর জেলার ৯৮টি গ্রাম পঞ্চায়েতেই গ্রাম পঞ্চায়েতে  উন্নয়নমূলক কাজের পরিকল্পনা তৈরি করা হচ্ছে।পাড়া বৈঠকের  ও গ্রাম সংসদ  এর  মাধ্যমে গ্রামীণ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা সেখানে গ্রহণ করা হচ্ছে। গতকাল  কর্ণজোড়ায় এক্সটেশন ট্রেনিং সেন্টারে জেলার নটি ব্লকে নিয়োজিত এই কাজের প্রশিক্ষকদের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়।

জেলা পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই কাজের অগ্রগতি দেখা হয়। প্রত্যেক ব্লকের ৮-১০ জন প্রশিক্ষক এদিন উপস্থিত ছিলেন। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১৮-১৯ আর্থিক বর্ষে গ্রামীণ এলাকায় গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানের মাধ্যমে কী কী কাজ করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা পঞ্চায়েত দপ্তরের আধিকারিক রাজেন্দ্ররাজ সুনদাস বলেন, গ্রাম সংসদ ও পাড়া বৈঠকের মাধ্যমে কী ধরনের কাজ আগামী দিনে হবে তা এদিন খতিয়ে দেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *