January 10, 2025

জেলা সফরের পথে মুখ্যমন্ত্রীকে কালিয়াগঞ্জ পৌরসভার অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

1 min read

  

 তন্ময় চক্রবতী  জয়ন্ত বোস , বর্তমানের কথা  :-  নতুন বছরের ২১শের দিন , শুভেচ্ছা ও অভিনন্দন নিন ” মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আসছেন উত্তর দিনাজপুর জেলা সফরে এই বার্তা সকলের কাছে পৌঁছে গিয়েছে. চারিদিক সাজসাজ দৃশ্য , জেলার  প্রশাসনিকস্তরে ব্যাস্ততার ছুটোছুটির মাঝে জেলা সফরে মুখ্যমন্ত্রীকে বার্তায় রিসেপশন করার প্রস্তুতি সেরে রাখলো পৌরপতি কার্তিক পালের নেতৃত্বে  কালিয়াগঞ্জ পৌরসভা.  বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ আসার পথ রাজ্য সড়ক কালিয়াগঞ্জ শহরের বুক চিরে চলে গিয়েছে আর এই পথ ধরেই গঙ্গারামপুর থেকে প্রশাসনিক মিটিং সেরে রায়গঞ্জে প্রবেশ করবেন বিশ্বশ্রী প্রকল্পের বিশ্ববাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী . একদিকে পিছিয়ে থাকা  বাংলার মানকে , 
                                    
বাংলার স্থানকে বিশ্বের দরবারে পৌঁছে দেবার কারিগরের জন্য , অন্যদিকে পিছিয়ে পরা অনুন্নয়নের চাদরে আবৃত কালিয়াগঞ্জ শহরকে উন্নয়নের চাদরে ঢাকতে বিভিন্ন উন্নয়ন খাতে কোটি কোটি টাকা অর্থ বরাদ্দের জন্য কালিয়াগঞ্জ বাসী তথা জেলাবাসীর হয়ে বাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর দৃষ্টিনন্দন  কাজটি করলেন  পৌরপতি কার্তিক চন্দ্র পাল . কালিয়াগঞ্জ শহরের বুক চিরে যাওয়া রাজ্য সড়কের ধারে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর যাত্রাপথকে  শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার মোড়কে গেট ও পোস্টার ব্যানারে সাজিয়ে তুলেছে কালিয়াগঞ্জ পৌরসভা আর এই বার্তার মধ্য দিয়ে পৌরপতি কার্তিক চন্দ্র পাল হয়তো বলতে চেয়েছেন বিশ্বকবি  রবীন্দ্র নাথ ঠাকুরের ভাষায় ” আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে ” , সত্যি মাথা নত  হতেই হয় . ৩০বছর পর একসাথে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কালিয়াগঞ্জ শহরের বিস্তর  উন্নয়নের কর্মকাণ্ড  এই প্রথম চাক্ষুস করছেন পৌর নাগরিকরা আর এই কর্মকাণ্ডের কারিগর বিশ্ববাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী .
                                             
 তার জন্য সামান্য এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা যথেষ্ট নয় তথাপিও উন্নয়নের স্বার্থে সমস্ত স্তরের মানুষের পক্ষ থেকে আন্তরিকতায় সমৃদ্ধ এই বার্তা পৌঁছে দেওয়ার কাজে এগিয়ে এসেছেন আরো এক কারিগর কালিয়াগঞ্জ পৌরসভার তরুণতুর্কী পৌরপতি কার্তিক চন্দ্র পাল. সত্যি , নির্ভীক , উন্নয়নের সংবাদ তুলে ধরাই বর্তমানের কথা. 
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *