October 30, 2024

রবীন্দ্রভবনে দুই দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

1 min read


উত্তর দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করতেরায়গঞ্জ শহরে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর প্রথম  বিকেল .৩০ মিনিট নাগাদ রবীন্দ্রভবনে দুই দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়েপ্রশাসনিক বৈঠক করবেনমুখ্যমন্ত্রী   মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে শহরেরবিভিন্ন হোটেলে কড়া নজরদারী শুরু করেছেপুলিশ গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য বিভিন্ন এলাকাথেকে আসা পুলিশকর্মীদের শহরেরএকাধিক বিদ্যালয়ে রাখা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে দমকল,বিশেষমেডিক্যাল টীম আপৎকালীন বিভাগকে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আচমকাযেকোনো সরকারী অফিস, হাসপাতাল, পৌরসভা কিম্বা মন্দির পরিদর্শনে যেতে পারেন বলেও জল্পনা তৈরী হয়েছে যার মধ্যে রায়গঞ্জ সুপারস্পেশালিটি হাসপাতাল অন্যতম বলে মনে করছেনশহরের বিশিষ্ট মানুষজন সেই কারনে সরকারী দপ্তরগুলিতে সমস্ত কর্মীদের জরুরী ভিত্তিতে অফিসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারী করেছেসংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসনিক বৈঠকশেষে মুখ্যমন্ত্রী ফিরে যাবেন কর্নজোড়ায় সার্কিট হাউসে সেখানেই বিভিন্ন উত্তরদিনাজপুরকে ঢেলে সাজাতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে হবে বিশেষ আলোচনা সার্কিট হাউসেই রাত্রিযাপন করবেন তিনি পরদিনঅর্থা ২২শে ফেব্রুয়ারি সার্কিট হাউস থেকেবেড়িয়ে মুখ্যমন্ত্রী যাবেন হেমতাবাদ থানা মাঠে উত্তর দিনাজপুরের জন্য ওই সভাথেকেই উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন করবেনমুখ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *