আজ আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস পালিত হয় হরিরামপুরে
1 min readমামুন সরকার;দক্ষিণ দিনাজপুর ,,বর্তমানের কথা:আজ আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস পালিতহয় হরিরামপুর থানার বিভিন্ন জায়গায় ও স্কুলে। সংকৃত অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই দিনটিকে আজ হরিরামপুর থানার লৌহচরউচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পালিতহয় ।এদিন অনুষ্ঠানে বাংলা ভাষায় কবিতা আবৃত্তি ,,গল্প ,নাটক, নিত্য,সংগীতপরিবেশন করেন ইস্কুলের ছাত্র ছাত্রীরা খুব মজা করে দিনটি কাটান সবাই।এদিকে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা
দিবসের কথা তুলেধরে দক্ষিণ দিনাজপুর আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় তিনি বাংলাভাষার নানান কথা নানান কিছু তুলে ধরেন এই সভায় ।