December 26, 2024

রায়গঞ্জ বই মেলা কমিটির বাবস্থ্যাপনায় কালিয়াগঞ্জে বৃহস্পতিবার সাতদিন ব্যপী কালিয়াগঞ্জ বই মেলার উদ্বোধন হল

1 min read


তপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর_উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ বই মেলা কমিটির ব্যবস্থাপনায় এই প্রথম সাতদিনব্যাপি কালিয়াগঞ্জ বই মেলার উদ্বোধন করলেন বৃহস্পতিবার কালিয়াগঞ্জ মিলনময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী রায় চট্টোপাধ্যায়।ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে বেসরকারি উদ্যগের এই ব ই মেলার উদ্বোধন করেন।
                                    

মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের পর স্বাগত ভাষণ দেন বই মেলা কমিটির প্রাণপুরুষ তথা সাধারণ সম্পাদক তুহিন শঙ্কর চন্দ্র।ব ই মেলার উদ্বোধনি মঞ্চে বক্তব্য রাখেন  প্রাক্তন অধ্যপীকা ড,মমতা কুন্ডু,অধ্যপক ড দেবাশীষ ভৌমিক,বঙ্গীয় প্রকাশক সংগঠনের সম্পাদক সমর রায়,অধ্যাপক চন্দন রায়,অরুন বোস, বিশিষ্ট সমাজসেবী ভারতেন্দ্র চৌধরী ও ব ই মেলার উদ্বোধক শ্রীমতি লাবনী রায় চট্টোপাধ্যায়। 

                                    
সবাই এক সুরেই বলেন বই মেলা কে সফল করুন বইকে ভালোবেসে।বই মেলা কমিটির সাধারণ সম্পাদক তুহিন শঙ্কর চন্দ্ বলেন কালিয়াগঞ্জের বেসরকারি উদ্যোগের এই প্রথম মেলায় এবার 36টি স্টল বসেছে।বিভিন্ন ধরনের ব ই এর ডালি নিয়ে কলকাতার নামি দামি প্রকাসকেরা এই মেলায় হাজির হয়েছে বলে জানান।বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াগঞ্জ মিলনময়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে শিক্ষিকারাও সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সবার প্রসংসা অর্জন করে।বিদ্যালয়ের ছাত্রীরা এই দিন যেমন সংগীত পরিবেশন করেন তেমনি নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে বলে জানা যায়।ব ই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *