ভোট না আসতেই শুরু হলো ভোটের লড়াই শুরু হলো গোকর্ন গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম ও কংগ্রেসের উল্টো দিন।
1 min readমামুন সরকার “হরিরামপুর ;বর্তমানের কথা তৃণমূল নেতা মিজানুর রহমানের নেতৃত্বেহরিরামপুর থানার গোকর্ন গ্রাম পঞ্চায়েতের চহটপুর গ্রাম সংসদের ৪৭টি পরিবার সিপিআইএম ও কংগ্রেস ছেরে তৃণমূলে যোগদান করলেন ।
এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হাতেম আলী, তৃণমূল নেতা মিজানুর রহমান ,জাকির হোসেন,মহসিন আলী, সাইদুর রহমান, এছাড়াও তৃণমূলে যোগ দান করা গ্রামের প্রচুর মানুষ । এদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃতরা ।তৃণমূলে যোগদান করার মূল কারণ সিপিআইএম ও কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছিল দুর্নীতির আখড়া কিছু দিন ধরে প্রধান নিজের মত মতো কাজ করতেন শুনতেন না সাধারণ মানুষের কথা করতেন না কোনো উন্নয়ন মূলক কাজ তারা নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যাস্ত ছিলেন বলেও অভিযোগ করেন তারা তাই তাদের ওপর ক্ষিপ্ত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ দেখে তৃণমূলে যোগ দেন করলাম।