October 30, 2024

বি এস এফের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

1 min read



শুভদীপ চক্রবর্তী দিনহাটা ঃ সীমান্ত পহরার পাশাপাশি গ্রামের মানুষ কে সুস্থ স্বাভাবিক রাখতে বি এস এফের উদ্যোগে  বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল । মঙ্গলবার  দিনহাটার সীমান্ত গ্রাম  শুকারুকুঠির সেওটি বি ও পি তে বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ।

                       
 বি এস এফের ৪২ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে  এদিনের এই  স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । বি এস এফের উদ্যোগে  এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বি এস এফের ৪২  নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট সরোজ সিং ,  সেকন্ড ইন কমান্ড সের সিং ,ডেপুটি কমান্ড্যান্টশিবরাজ সিং , অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিমল কুন্ডলনা , দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক বিলাস সরকার , শুকারুকুঠী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিষ্ণু সরকার অনেকেই 

 বি এস এফের ৪২  নং ব্যাটেলিয়ানের উদ্যোগে  এদিনের এই  স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শুকারুকুঠি , বামন হাট , চৌধুরী হাট , সহ বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা ছারাও  তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয় । বি এস এফের ৪২  নং ব্যাটেলিয়ানের উদ্যোগে  এদিনের এই  স্বাস্থ্য পরীক্ষা শিবিরে  বক্তব্য রাখতে গিয়ে   বি এস এফের ৪২  নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট সরোজ সিং বলেন , সীমান্তের মানুষ কে সুস্থ ও স্বাভাবিক রাখার পাশাপাশি চোরাচালান বন্ধে সকলের সহযোগিতা চান । 
                         

এদিনের এই শিবির কে ঘিরে সীমান্ত এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *