স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত একটি প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
1 min readসুরজিৎ বিশ্বাসঃ উত্তর ২৪ পরগণার বারাকপুর রামকৃষ্ণ- বিবেকানন্দ মিশনের আগরপাড়া শাখায় আজ স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত একটি প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এরআগে সেখানে তিনি স্বামীজীর একটি পূর্ণাবয়াব মূর্তিরও আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল প্রাক্তন বিচারপতি শ্যামলকুমার সেন, প্রাক্তন বিচারপতি অজিতকুমার নায়েক, সাংসদ সৌগত রায় প্রমুখ। রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের সাধারণ সম্পাদক স্বামী নিত্যরুপানন্দ জানান, পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাতশ আসন বিশিষ্ট এই প্রেক্ষাগৃহের ভিত্তি প্রস্তরও স্হাপন করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। যার নির্মান কাজ শুরু হয়েছিল ২০১২সালে। কেন্দ্র সরকার এই প্রেক্ষাগৃহ নির্মানে ১ কোটি ৩৬ লক্ষ টাকা দিয়েছে। মিশনের এই আগরপাড়া শাখায় শ্রীরামকৃষ্ণের নামে একটি বিশ্ববিদ্যালয় স্হাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। #