January 3, 2025

রাজ্যে স্বজন পোষণ, দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব চলছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

1 min read

সাজাহান সিরাজ, দঃ ২৪ পরগনা, ৪ মার্চ : রাজ্যে স্বজন পোষণ, দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব চলছে বলে অভিযোগ করেছেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । 
তিনি আজ বিষ্ণুপুরের আমতলায় দলিয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন, ত্রিপুরায় বিজেপির ৯জন কর্মি খুন হওয়ায় সেখানকার মানুষ সিপিআইএমকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে এরাজ্যে বহু বিজেপি কর্মি সমর্থক নিহত ও আহত হয়েছে, তাদের সম্পত্তি নষ্ট করা হয়েছে । 
ত্রিপুরার পর  এরাজ্যেও পালা বদল আসন্ন । দিলীপবাবু বলেন, এরাজ্যে বিজেপির হাত ধরে পরিবর্তনের নতুন সূর্য উঠবে, সেদিন কিন্তু দূরে নয় ।এরপর দিলীপবাবু ডায়মণ্ডহারবারের সরিষায়  বিজেপির ডাকা এক কার্যকর্তা সম্মেলনে ভাষণ দেন, তিনি দলিয় নেতা কর্মিদের মানুষের সঙ্গে সংযোগ রেখে রাজ্যে তৃণমূল সরকারে অপশাসনের কাহিনি প্রচারের পাশাপাশি কেন্দ্রিয় সরকারে উন্নয়নের কথা তুলে ধরার নির্দেশ দেন ।
                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *