কালিয়াগঞ্জের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন টুঙ্গিল বিল পাড়ায় জুনিয়ার হাই স্কুলের সুভ উদ্ধোধন
1 min read অজিত মন্ডল,কালিয়াগঞ্জ গ্রাম গঞ্জের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাবার তাগিদে সোমববার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন টুঙ্গিল বিল পাড়ায় এলাকার শিক্ষা অনুরাগী মানুষের দান করা জমিতে জুনিয়ার হাই স্কুলের সুভ উদ্ধোধন হল অনুষ্ঠানের মধ্য দিয়ে।এলাকার বিশিষ্ট সমাজ সেবি তথা কালিয়াগঞ্জের প্রাক্তম বিধায়ক দেবেন্দ্র রায়ের স্মৃতিতে তার পুত্র ও কন্যা দিবেন্দু রায় ও কৃষ্ণা রায়ের দুই বিঘা জমি দান করেন। তাদের দান করা জমিতেই বিল পাড়া দেবেন্দ্র স্মৃতি জুনিয়ার হাই স্কুল গড়ে তোলা হবে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলা জেলা বিদ্যালয় পরিদরর্শক ( মাধ্যমিক) রবীন্দ্র নাথ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, যুগ্ম বিডিও পরিমল দাস,বিশিষ্ট সমাজসেবক দধিমোহন দেবসর্মা,কালিয়াগঞ্জ প্রাথমিক অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তিক চক্রবর্তী,ও জমি দাতা দিবেন্দু রায় ও কৃষ্ণা রায় সহ আরো অনেকে। এদিন বিদ্যালয়ের সুভ উদ্ধোধন হলে এই বিদ্যালয়ের যতদিন নিজেস্ব ভবন নির্মান না হচ্ছে ততদিন পাশে প্রাথমিক বিদ্যালয়ে সকালে পঠন পাঠন হবে।ইতিমধ্যেই বিদ্যালয়ে ৩৮ জন ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে। এদিন জমি দাতা দিবেন্দু রায় ও কৃষ্ণায় রায় ২ বিঘা জমির দলিল পত্র উপস্থিত সরকারি অধিকারিকদের হাতে তুলে দেন।এই বিদ্যালয় হবার কারনে এতত অঞ্চলের ছাত্র ছাত্রীদের অনেক সুবিধা হল। শিক্ষার মান উন্নয়নের জন্য কালিয়াগঞ্জ ব্লকে তিন জুনিয়ার হাইস্কুলের শিল মোহর পেলেও এই বিল পাড়ার জুনিয়ার স্কুলের আজ আ
নুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হল।