উন্নয়নের স্বার্থে তৃনমূল কংগ্রেস দলে যোগ
1 min readঅজিত মন্ডল,কালিয়াগঞ্জ একটি রাজনৈতিক দল শক্তি শালি হয় তাদের বুথ ভিত্তিক কর্মিদের নিয়ে। হাতে আর দুই থেকে তিন মাস তার পড়েই রাজ্যে হতে চলেছে কয়েক দফায় পঞ্চায়েত নির্বাচন।এই পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল স্তরে বুথ ভিত্তিক প্রতিটি রাজনৈতিক দলের কর্মিদের গুরুত্ব অপরিশিম।সেই কারনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ রেখে বুথ ভিত্তিক কর্মিদের নিয়ে ইতিমধ্যের মাঠে নেমেছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস।তেমনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রতিটি অঞ্চলেই বুথ ভিত্তিক কর্মি সভা করছে শাসক দল তৃনমূল কংগ্রেস।যাতে পঞ্চায়েত নির্বাচনে একটি আসন উন্নয়নের স্বার্থে বিরোধীদের দখলে না যায়।তেমনি বুথ ভিত্তিক কর্মিসভার আয়োজন হয় ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন শের গ্রামে। এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী গ্রাম থেকে শহর সাধারণ মানুষের জন্য যে জনমূখি প্রকল্প গুলি চালু করেছে সে সব আলোচনায় তুলে ধরের উপস্থিত নেতৃত্ব। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসসর্মা, তৃনমূল নেতা উত্তম ঘোষ সহ আরো অনেকে। এদিনের বুথ ভিত্তিক সভার সাথে বেশ কিছু পরিবার উন্নয়নের স্বার্থে তৃনমূল কংগ্রেস দলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা সহ উপস্থিত নেতৃত্ব।