October 24, 2024

রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজ কে হাতিয়ার করে আগামী পঞ্চায়েত নিবাচনে ঝাপিয়ে পড়বে তৃনমূল যুব কংগ্রেস সারা জেলার সাথে সাথে কালিয়াগঞ্জেও

1 min read

তন্ময় চক্রবতী শঙ্কর গুপ্তা  রাজ্যে যুব তৃনমূল কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানাজীর নিদেশ কে সামনে রেখে আগামী পঞ্চায়েত নিবাচনে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও তৃনমূলের যুবকরাও গ্রামেগঞ্জে ঝাপিয়ে পড়বে রাজ্যে সরকারের উন্নয়ন মূলক কাজ কে হাতিয়ার করে বলে মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলার তৃনমূল কংগ্রেসের যুব সহ সভাপতি পিণ্টু মদক।


উত্তর দিনাজপুর জেলার তৃনমূল কংগ্রেসের যুব সহ সভাপতি পিণ্টু মদক
তিনি বলেন ইতিমধ্যে গ্রামের যুব সম্প্রদায়ের ছেলেদের নিয়ে নানা ধরনের প্রশিক্ষন ইতিমধ্যে দেওয়া হয়েছে  বিগত দিন গুলির মত আগামী দিন গুলতে মানুষের বিপদে আপদে কিভাবে যুব সম্প্রদায় কে ঝাপিয়ে পড়তে হবে। তিনি বলেন সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে এই জেলাতেও জেলা যুব সভাপতি গৌতম পালের নেতৃত্বে  যে ভাবে যুব সম্প্রদায় রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর উন্নয়ন মূলক কাজ গুলিকে তুলে ধরে কাজ করছে।তাতে আগামী দিনেও পঞ্চায়েতে মানুষ তৃনমূল কংগ্রেসের পাশে  থাকবে বলে তিনি বিশ্বাস করেন। 

কালিয়াগঞ্জ এর উন্নয়ন চলছে জোর  গতিতে
পিণ্টু মদক বলেন রাজ্যে জুরে যেভাবে উন্নয়নমুলক কাজ চলছে তাতে মানুষ তৃনমূল কংগ্রেস ছাড়া অন্য কিছু ভাবতে পারে না মাণূষ । তিনি বলেন সারা রাজ্যে জুরে তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে যে ভাবে উন্নয়নের সুনামীর ঢেউ বইছে। আর সেই উন্নয়নের সুনামীর ঢেউ শহর ছড়িয়ে এখন গ্রামবাংলাতেও আছরে পড়েছে।তাই তিনি মনে  করেন এই উন্নয়নের কান্ডারী সরকারের একজন সৈনিক হিসাবে কাজ করতে পারে নিজের সাথে সাথে কালিয়াগঞ্জ ছাত্র যুবর
াও গবিত।

 তিনি বলেন রাজ্যের ৩৪ বছরের সিপিআইএম এর রাজত্বে এই জেলার সাথে সাথে কালিয়াগঞ্জেও কোন উন্নয়ন মূলক কাজ হয় নি।কিন্তু এখন মানুষ সচক্ষে দেখতে পাচ্ছে কালিয়াগঞ্জের পৌরপিতা কাতিক চন্দ্র পাল এর নেতৃত্বে যেভাবে উন্নমন মূলক কাজ চলছে তা আর বলার অপেক্ষা রাখে না।রাস্তা ঘাট থেকে ড্রেন এর ব্যাবস্থা পানীয় জল থেকে আধুনিক মানের বিনোদন পাক সব দিক দিয়ে মানুষের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে  রজ্যে সরকারের উদ্দ্যেগে কালিয়াগঞ্জের পৌরপতি কাতিক পাল উন্নয়ন  কাকে বলে। সিপিআই এম এর মত তৃনমূল কংগ্রেস শুধু মুখে বড় বড় ভাষন দেয় না মানুষের পাশে থাকে তাদের উন্নয়ন কেই অগ্রাধিকার দেয় এই সরকার। তাই মানুষ এই সরকারের সাথে ছিল  আগামীতেও পঞ্চায়েত  নিবাচনেও একশ  শতাংশ থাকবে বলে তাদের বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *