December 27, 2024

রাতের পড়া

1 min read
রাতের পড়া / কৌস্তুভ দে সরকার

রাতপাখিটা ডাকছে কোথাও , চাঁদ চলে আনমনে ,
টেবিলল্যাম্প জ্বলতে থাকে পড়ার ঘরের কোণে ;
দূরে শেয়াল হুক্কাহুয়া, স্টেশন ছাড়ে ট্রেন
শব্দ এবং অক্ষরেতে সজাগ তবু ব্রেন ।
রাতপ্রহরী বিড়ি ধরায়, কানখাড়া কুকুরের !
দেওয়াল ঘড়ি জানান দেয় রাত্রি দুপুরের ।
কাল দুপুরে সিট নাম্বার – বাংলা দুই পেপার
এগিয়ে যাবার খুব লড়াই সবার মাঝে এবার 
কার্ডবোর্ড আর কলমগুলো গুছিয়ে নিতে হবে 
দু এক ফোঁটা হিম পড়ল ছাদের ওপর টবে 
পাশের ঘরে নাক ডাকছে নিশ্চিত দুই জনা
স্বপ্ন তাদের – অনেক বড় হবেই চাঁদের কণা
স্বপ্ন সফল করতে হবে, স্বপ্ন চোখের পাতায়
রাতের পড়া উগরে দিও হলের ভেতর খাতায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..