December 31, 2024

চমকে ধমকে আটকানো যাবে না তৃনমূল কে,সন্ত্রাসের জবাব এবার উন্নয়নের হাতিয়ার দিয়েই জানালেন পৌরপতি কার্তিক পাল

1 min read

তন্ময় চক্রবতী।শঙ্কর গুপ্তা বিজেপির চমকানো ধমকানো তো ভয় পায় না তৃণমূল কংগ্রেস ।সাহস
থাকলে উন্নয়নের মাধ্যমে সামনা সামনি হোক বিজেপি।বিজেপিকে এই ভাবে চ্যালেঞ্জ ছুড়ে
দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল বলেন বিজেপি
তৃণমূল কংগ্রেসের কলিজা খেলেও  তৃণমূল
কংগ্রেস তাদের কলিজা খাবে না।উন্নয়নের মাধ্যমে মানুষের মন জয করে মানুষের
আশীর্বাদে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে।

 কারন তৃনমূল সুপ্রিম মমতা ব্যানাজীর  যে ভাবে সংগ্রামের মধ্যে দিয়ে এই বাংলায় এসে
রাজ্যের
যে  ভাবে উন্নয়ন করছে
তাতে তাদের চমকানো  ধমকানো ছাড়া আর
কিছু  নেই। সাম্প্রদায়িক বিজেপি তাদের
মূখের স্বগে বাস করে বাংলা জয়ের দিবা স্বপ্ন দেখছে । কিন্তু তারা জানেন না এটা
মূখমন্ত্রীর বাংলা
,উন্নয়নের বাংলা।

 এখানে
তাদের কোন
ডাল  গোলবে না।কাতিক পাল
বলেন এর আগে সিপি আইএম যেমন চমকানো ধমকানোর রাজনিতি করতে গিয়ে বাংলা থেকে ফিনিস
হয়ে গিয়েছিল ।তিনি বলেন কংগ্রেস সিপিআই এম ও সাম্প্রদায়িক বিজেপি কাধে কাধ মিলে
এবার লড়াই করছে পঞ্চায়েত নিবাচনে একসাথে তৃনমূল কংগ্রেস এর বিরুদ্ধে। এর উচিত জবাব
তারা পাবে ব্যালটে  ভোটের ফলাফলে।তিনি বলেন
উন্নয়ন ই তৃনমূল কংগ্রেসের একমাত্র হাতিয়ার। আর এই হাতিয়ার দিয়েই এবার তৃনমূল
কংগ্রেস পঞ্চায়েতে জয়ী হবে
, তিনি বলেন গ্রামে
হিন্দু
, মুসলিম,খিষ্টান সবাই কে কাধে কাধ রেখে সাম্প্রদায়িক শক্তি বিজেপির
বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কারন বিজেপি উন্নয়ন চায় না।সন্ত্রাস এই তাদের প্রধান
লক্ষ। তাই সন্ত্রাসের মোকাবিলা এবার বুলেটে নয় ব্যালটেই জনগন
জবাব দিবে  রাজ্যের উন্নয়ন এর হাতিয়ার দিয়ে

0 thoughts on “চমকে ধমকে আটকানো যাবে না তৃনমূল কে,সন্ত্রাসের জবাব এবার উন্নয়নের হাতিয়ার দিয়েই জানালেন পৌরপতি কার্তিক পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..