January 3, 2025

শুভ নববর্ষে জৈব হাট শুরু হল উত্তর দিনাজপুর এর রায়গঞ্জে

1 min read

তন্ময়  দাস,রায়গঞ্জ :রায়গঞ্জ এ হাট বসেছে,  হ্যাঁ রায়গঞ্জ এর শহরের সুপার মার্কেটের  শুরু হল শুভ নববর্ষে জৈব হাট মেলা। রায়গঞ্জ এর পার্শ্ববর্তী  গ্রাম বাংলা থেকে  কৃষকরা  রাসায়নিক সাড় ছাড়া জৈব সারে উৎপাদিত বিভিন্ন  প্রকারের শাক, সবজি য়েমন লাল শাক,কচু, পাট,লাউ,বোথুয়া, ও আরো আনেক রকমারি নিয়ে হাজির হয়েছেন রায়গঞ্জ এর সুপার মার্কেট ।   দুপুর ১২ টায় হাট শুরু হতেই কৃষকদের আনা শাক-সবজি কিনে নেয় শহরের সাধারন মানুষেরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের উৎপাদিত সব্জী। 
তবে বাঙ্গালির মনের জৈব সারে উৎপাদিত সামগ্রীর দাম অন্যান্য বাজারের মতই ছিলো । এ ছারাও শাক-সবজির পাশাপাশি ছিল মাটি দিয়ে তৈরি জলের বোতল সহ অন্যান্য পাত্র। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তারাও এদিন জৈব হাটে এসেছিলেন তাদের রসরির খরচা করতে।

 রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী জানান, আগামীতে জৈব সার দিয়ে উত্পাদিত সামগ্রী বিক্রির জন্য সব বাজারে করার উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়ায় খুশি    জৈব হাটে উদ্যোক্তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *