December 27, 2024

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জুনিয়র ডাক্তারের

1 min read

বছরের প্রথম দিনের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল  এক জুনিয়র ডাক্তারের। এই গঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি গ ঘটেছে রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ শহরের উদয়পুরে রায়গঞ্জ – বালুরঘাট  রাজ্য সড়কে। মৃত যুবকের নাম গৌরব বসাক [24 ]।এদিন ঘটনাটি ঘটে  মোটরবাইক ও টোটোর সংঘর্ষে মৃত্যু হয় ডাক্তারের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি নার্সিং হোম থেকে মোটরবাইক করে বাড়ি ফেরার পথে আচমকাই বাইকের সামনের টোটো চলে আসায় আসায় এই বিপত্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।  পুলিশি তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত রাজ্য সড়ক অবরোধ মুক্ত করে পুলিশ।  যদিও টোটো ও টোটোচালককে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “পথ দুর্ঘটনায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..