January 5, 2025

রাজ্যের বিভিন্ন জেলার গ্রন্থাগার গুলিকে আরো আধুনিককরন ও মডেল করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ দিতে চলছে রাজ্য সরকার ঃ সিদ্দিকুল্লা চৌধুরী

1 min read

রাজ্যের বিভিন্ন জেলার গ্রন্থাগার গুলিকে আরো আধুনিককরন ও মডেল করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ দিতে চলছে রাজ্য সরকার ; সিদ্দিকুল্লা চৌধুরী

তপন চক্রবর্তী,কালিযাগঞ্জ ৩০ ডিসেম্বর: রাজ্যের বিভিন্ন জেলার গ্রন্থাগার গুলিকে আরো আধুনিকরণ ও মডেল করার লক্ষ্যে এগিয়ে চলেছে।সোমবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় এর মাঠে ৩০ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন করতে এসে এই কথাগুলি বলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। যেখানে আধুনিক মানের পরিষেবা পাবে পাঠকরা। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন পড়াশোনা সত্যিকারের করতে গেলে বই এর বিকল্প কিছু নেই।

 

বই পড়া আর হোয়াটসঅ্যাপ থেকে পড়া দুটো সম্পূর্ণ আলাদা কারো সাথে কারো তুলনা হয় না। মা বোনদের কাছে অনুরোধ করে রাজ্যের মন্ত্রী বলেন এখন থেকে আপনারাও বইয়ে দিকে লক্ষ্য রাখুন বাচ্চাদের দিকে বই কেনার দিকে লক্ষ্য রাখুন যে যেমন বই চিনতে ভালোবাসে সে তেমন বই কেনার অভ্যাসটা করাতে হবে। আমরা বই পড়েই পড়াশোনা শিখে মানুষ হয়েছি। তিনি বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন অবিলম্বে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত কেন এরকম হচ্ছে তার জানা নেই। তবে তিনি বলেন ভারতের বর্ডারে এত রকমের বিএসএফ পাহারা দিচ্ছে মিনিটে মিনিটে দহল দিচ্ছে তারপরেও কিভাবে মানুষ অনুপ্রবেশ করছে। এই অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন খুব শীঘ্রই ৩৮০টির মত মডেল লাইব্রেরী রাজ্যে তৈরি করা হয়েছে। যেখানে আধুনিক সুযোগ-সুবিধা গুলি গ্রন্থাগারের পাঠকরা পেতে পারেন।তিনি তিনি কালিয়াগঞ্জ পৌরসভার পৌর থেকে উপদেশ দেন অবিলম্বে পৌরসভায় যেন একটি গ্রন্থাগার খোলা হয় এবং প্রচুর টাকার বই যেন কিনা হয় সেখান থেকে অনেকে উপকৃত হতে পারে।অপর মন্ত্রী গোলাম রাব্বানী বলেন বইয়ের বিকল্প নেই এখন অনেকেই ইলেকট্রনিক্স মিডিয়ার উপর নির্ভর করে কিন্তু বই সম্পূর্ণই আলাদা। আমাদের বইয়ের দিকে আরো বেশি করে আকৃষ্ট করতে হবে সাধারণ মানুষদের। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন উত্তর দিনাজপুর জেলার এই কালিয়াগঞ্জে পাঁচবার বই মেলা হয়েছে। সেখানে সবচেয়ে বেশি বই বিক্রি হয় এই কালিয়াগঞ্জের বইমেলাতে। এবারেও আমরা আশা করছি কালিয়াগঞ্জ উত্তরবঙ্গের যতগুলো বইমেলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি বই বিক্রি করবে বলেই তার বিশ্বাস।উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা স্বাগত ভাষণে বলেন বই এর বিকল্প কিছুই নেই। বই পড়েই আমরা কেউ আইএস কেও আই পিএস হ্য়েছি।ছাত্র ছাত্রীদের পুরো বইয়ের মধ্যে যেতে হবে।। বইয়ের ভেতরের মূল সারমর্ম বুঝতে হবে। আর সেই জন্যই মানুষকে আরো বেশি করে বউয়ের প্রতি আকৃষ্ট করার জন্যই আজকের এই বইমেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি উত্তর দিনাজপুর জেলার পুলিশ আধিকারিকগণ। কালিয়াগঞ্জের ভিডিও প্রশান্ত রায়, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রাম নিবাস সাহা, ইসলামপুর পৌরসভার পৌর পিতা কানাইয়া লাল আগরওয়াল সহ অনেকে। মন্ত্রী বেশ কয়েকটি বইয়ের স্টল ঘুরে দেখেন। মেলায় প্রচুর মানুষ দেখে তিনি ভীষণ খুশি হয়েছেন বলে জানান। মেলায় শতাধিক ষ্টল এর ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ৩০ তম উত্তর দিনাজপুর জেলার বইমেলায় চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।আগামী।৫ জানুয়ারি পর্যন্ত এই বই মেলা চলবে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *