গভীর রাতে দোকানের ভেতরের কুয়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার।
1 min readগভীর রাতে দোকানের ভেতরের কুয়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার।
উত্তর দিনাজপুর- গভীর রাতে দোকানের ভেতরের কুয়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এলাকার একটি দোকানে তল্লাশি চালানো হয়।
আর সেই তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। কিন্তু স্থানীয় সূত্রে খবর ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই এলাকার এক দুস্কৃতি এর আগেও বেআইনী আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে গ্রেফতার হয়েছিলো। এবার আবারো তার দোকান থেকেই তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে স্থানীয় সুত্রে খবর। এদিকে এই ঘটনায় এলাকার শাসক দলের নেতারাও আতঙ্কিত বলে দাবী করেন। এখনো পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে বলেই জানা গেছে।