কালিয়াগঞ্জে আর্ট গ্যালারী উদ্বোধন হতে চলায় অঙ্কন শিল্পীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও তৎপরতা_
1 min readকালিয়াগঞ্জে আর্ট গ্যালারী উদ্বোধন হতে চলায় অঙ্কন শিল্পীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও তৎপরতা_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ায় চিত্রাঙ্কন আর্টের কর্ণধার মিঠুন সরকারের বিশেষ তৎপরতায় আগামী ১৫ই মে উদ্বোধন হতে চলেছে রামধনু আলোকবৃত্য আর্ট গ্যালারী।এই আর্ট গ্যালারী টির নামকরণ করেন কলকাতার বিশিষ্ট চিত্র শিল্পী বিমান নাগের স্ত্রী তথা বিশিষ্ট লেখিকা সম্পা নাগ।চিত্রাঙ্কন আর্ট গ্যালারির প্রিন্সিপাল মিঠুন সরকার এক সাক্ষাৎকারে বলেন আগামী ১৫ ই মে থেকে এই আর্ট গ্যালারী ১৮ই মে পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি ১০ টা পর্যন্ত প্রদর্শনী ও ছবি বিক্রয়ের কাজ চলবে বলে জানান।
মিঠুন সরকার বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে আর্ট গ্যালারী স্থাপনের স্বপ্ন পূরণে তাকে যারা বিশেষ ভাবে বিভিন্ন দিক দিয়ে উৎসাহিত ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য নাম যিনি বিশিষ্ট শিল্পী বিমান নাগ,বিশিষ্ট শিল্পী রঞ্জিত বাগ,বিপ্লব বাছাড়,বিশিষ্ট লেখিকা সম্পা নাগ।এই সব বিশিষ্ট ব্যাক্তিদের সাহায্য না পেলে কোন ভাবেই কালিয়াগঞ্জে আর্ট গ্যালারী স্থাপন করা তার পক্ষে সম্ভব ছিলনা।কালিয়াগঞ্জ চিত্রাঙ্কন আর্টের কর্ণধার মিঠুন সরকার বলেন আর্ট গ্যালারী উদ্বোধনের দিন শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিশিষ্ট শিল্পীরাই অংশ গ্রহণ করবেন তাই নয় ভারতের বেশ কিছু রাজ্য যেমন আসাম,ত্রিপুরা, ঝার খন্ড,নেপাল প্রভৃতি রাজ্যে থেকেও বেশ কিছু বিশিষ্ট শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানান। পশ্চিমবঙ্গ থেকে যেসমস্ত নামী দামী শিল্পীরা তাদের শিল্প কর্মের পসরা নিয়ে উপস্থিত থাকবেন তাদের মধ্যে আছেন বিমান নাগ,সম্পা নাগ, রণজিৎ বাগ,বিপ্লব বাছাড়,রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জয়ন্ত মুখার্জী,ত্রিপুরা থেকে প্রসেনজিৎ চক্রবর্তী,বিশিষ্ট শিল্পী জ্যোতির্ময় দাস,উড়িষ্যার সুবীর মোদক, বিষ্ণুপদ সামন্ত,শোভন রানা,অর্জুন চক্রবর্তী সহ অনেকে আসবেন।