লক্ষ্য যখন একটাই তখন আমরা প্রতিটি বুথে বুথে,মহল্লায় গিয়ে মোদিজীকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে দেখার জন্য ভোট ভিক্ষা করবো= কার্তিক
1 min readলক্ষ্য যখন একটাই তখন আমরা প্রতিটি বুথে বুথে,মহল্লায় গিয়ে মোদিজীকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে দেখার জন্য ভোট ভিক্ষা করবো = কার্তিক
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯ মার্চ:চারিদিকে ভোট উৎসবের বাজনা বেজে চলেছে।কোন অংশে কম নেই উত্তর দিনাজপুর জেলার প্রেস্টিজিয়াস আসন রায়গঞ্জ লোকসভা।ইতিমধ্যেই তিন প্রধান রাজনৈতিক দলের প্রার্থীর নাম ঘোষণা হবার সাথে সাথে ভীষন ভাবেই জমে উঠেছে ভোট উৎসব।শুক্রবার রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোডের বিজেপির দলীয় অফিসের সামনে এক কর্মী বৈঠকের আয়োজন করা হয়।
রায়গঞ্জ লোকসভার প্রার্থী তথা কালিয়াগঞ্জের ভূমি পুত্র কার্তিক পাল তার বক্তব্যে বলেন আমাদের সবার লক্ষ্য যখন এক বিশ্বের বৃহত্তম দেশ ভারতের প্রধান মন্ত্রীর পদে পুনরায় নরেন্দ্র মোদি প্রধান মন্ত্রীর আসনে বসানো।তাই আমরা রায়গঞ্জ লোকসভা আসনের প্রতিটি বুথে বুথে,মহল্লায় মহল্লায় গিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নামেই ভোট ভিক্ষা করবো।কার্তিক পাল বলেন কিছুদিন পূর্বে কালিয়াগঞ্জ বিধান সভা এলাকায় দুই দুটি তরতাজা প্রাণ বিনা করবে চলে গেছে।আজ পর্যন্ত সেই দুটি পরিবার কোন বিচার পায়নি।তাই তাদের কবরে গিয়ে প্রতিজ্ঞা করে ফুলের মালা চড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি আমাকে যদি জনতা জনার্দন আশীর্বাদ করে আমার প্রথম কাজই হবে ঐ দুটি পরিবার যাতে উপযুক্ত বিচার ইনসাফ পায় তার সুবিচারের ব্যাবস্থা করা।শুক্রবারের বিজেপির এই বিশাল কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার,বিজেপির মালদা ক্লাস্টার ইনচার্জ শুভেন্দু সরকার,বর্ষীয়ান বিজেপি নেতা কমল সরকার,তারিণী রায়,গৌতম বিশ্বাস,গৌরাঙ্গ দাস সহ বিজেপির মহিলা মোর্চার বিশিষ্ট নেত্রীরা।জানা যায় কার্তিক পাল কালিয়াগঞ্জের কর্মী বৈঠক শেষে রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে গিয়ে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।