যে যেমন কর্ম করবে তার ফলটাও তেমনি অপেক্ষা করে_কৃষ্ণ কল্যাণী
1 min readযে যেমন কর্ম করবে তার ফলটাও তেমনি অপেক্ষা করে_কৃষ্ণ কল্যাণী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯ মার্চ:শুক্রবার রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জ ব্লকের ১০ নম্বর মালগাও অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করেন।কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের বসলেন তিনি গত ১১ মার্চ থেকে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামেগঞ্জে পাড়ায় পাড়ায় গিয়ে আমার প্রতি মানুষের উচ্ছ্বাস দেখে আমি উৎসাহিত।মানুষ যে আশীর্বাদ করবে তাদের কথা বার্তার মধ্যে দিয়ে পরিষ্কার।
সাংবাদিকরা প্রশ্ন করেন তৃণমূলের বিধায়ক বিজেপিতে যোগ দিয়ে কালিয়াগঞ্জ শহরে এলে গো ব্যাক স্লোগান দেন সৌমেন রায়কে।সৌমেনতো আপনারই এক সময়কার কলিক এর উত্তরে কৃষ্ণ কল্যাণী বলেন যে যেমন কাজ করবে তার ফলটাও সেই ভাবেই অপেক্ষা করে।
সেটাই হয়েছে বলে তিনি মন্তব্য করেন।প্রয়াত নেতা ভূমি পুত্র প্রিয় রঞ্জন দাস মুন্সীর এলাকায় এসে তার কথা কি মনে পড়ে তার উত্তরে বলেন প্রয়াত প্রিয় রঞ্জন দাসমুন্সী ছিলেন একজন স্রধ্যেয় নেতা।তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তৃণমূলের এক কর্মী সভায় বেশ কিছু বিভিন্ন দলের সমর্থকেরা কৃষ্ণ কল্যাণীর হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল দলে যোগদেন।কৃষ্ণ কল্যাণীর সাথে ছিলেন কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান সচিন সিংহ রায় সহ অনেকেই।যদিও কৃষ্ণ কল্যাণীর সাথে দেখা যাচ্ছেনা রায়গঞ্জ পৌর সভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ রায়গঞ্জের তৃণমূলের নেতৃত্বদের অভিযোগ,সাধারন মানুষের। শুক্রবারের ভোটের বাজারে কালিয়াগঞ্জ যেন পুরোমাত্রায় জমে উঠেছে বাম কংগ্রেস,তৃণমূল এবং বিজেপির বিভিন্ন কর্মীসভার মধ্য দিয়ে।