বিজেপির ভোট ব্যাংক এ থাবা বসাতে কালিয়াগঞ্জের রাজপথে এবার ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ
1 min readবিজেপির ভোট ব্যাংক এ থাবা বসাতে কালিয়াগঞ্জের রাজপথে এবার ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ
তন্ময় চক্রবর্তী বিজেপির ভোট ব্যাংক এ থাবা বসাতে রাজ পথে নামল এবার রাজবংশীরা। প্রাক্তন বিজেপি নেতা রূপক রায়ের নেতৃত্বে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভার অন্তর্গত কালিয়াগঞ্জের রাজপথে দেখা গেল ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের ব্যানারে এক বর্ণাঢ্য মিছিল করতে রাজবংশী মানুষদের নিয়ে। শুধু তাই নয় ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আজ রায়গঞ্জের কর্ণজূড়ায় মনোনয়নপত্র দাখিল করলেন প্রাক্তন এই বিজেপি নেতা। উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভার ভোট আগামী ২৬ শে এপ্রিল। আর এই ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে প্রার্থী হয়েছে কৃষ্ণ কল্যানী বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছে কাত্তিক চন্দ্র পাল এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন আলী ইমরান রমজ।
তিন প্রার্থীর প্রচারে যখন সরগরম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্র। ঠিক তখন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এর নিজের গড় কালিয়াগঞ্জ থেকে এবার ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের ব্যানারে মনোনয়ন দাখিল করলেন রূপক রায়। মনে করা হচ্ছে বিজেপির কালিয়াগঞ্জ এর ভোট ব্যাংকে থাবা বসানোর জন্যই রাজবংশী রা ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের ব্যানারে প্রার্থী দাঁড় করিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা, রূপক রায় কে। আজ থেকেই জোর কদমে রূপক রায় প্রচারে নেমে পড়লেন। শুধু তাই নয় প্রচারে নেমেই কালিয়াগঞ্জের রাজপথে দুই ধারার সাধারণ মানুষদের আশীর্বাদ ও নিয়ে নিলেন। আজকে রূপক রায়কে দেখা গেল মনোনয়নপত্র দাখিল করার পর একটি বর্ণান্ধ মিছিল করে প্রথমে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় থেকে ধনকৈল পর্যন্ত। এরপর ঠাকুর পঞ্চানন এর গলায় মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রূপক রায় সহ ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের কর্মীরা।এক সাক্ষাৎকারে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের কর্ণধার রূপক রায় বলেন রাজবংশীদের বোকা বানিয়ে তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সাল থেকে কেন্দ্রের কোন এক দল ভোট নিয়ে নিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই রাজবংশীদের কোন স্থায়ী সমস্যার সমাধান হয়নি। তারই প্রতিবাদে আজ ভূমিপুত্র উত্তর দিনাজপুরের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গের ভূমিপুত্ররা একত্রে হয়ে মাঠে নেমেছি। আর তাই আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। তিনি বলেন ভূমিপুত্রদের সঙ্গে লড়াই করার মত এখনো কারো পরিস্থিতি তৈরি হয়নি। এখানে ভূমিপুত্রদের মধ্যে লড়াই হচ্ছে আর সেই আসল লড়াইয়ের ফলাফল কি হবে তার সকলেই বুঝতে পারবে ফলাফলের দিন ই। তিনি বলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তাদের কাছে কোন ফ্যাক্টর নয়। রাজবংশীদের উপর হিন্দুদের কোন ট্রাম কার্ড চলবে না। এতদিন রাজবংশীরা অবুঝ ছিল তাই বুঝতে পারিনি। এখন রাজবংশীরা সবই বুঝে। কালিয়াগঞ্জের মাটি নাকি বিজেপির শক্ত খাঁটি এই প্রশ্নের উত্তরে রূপক রায় বলেন এটা ভুল ধারণা। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেন পিছিয়ে পড়া এই জেলা এখানকার মানুষদের জন্য ভালো যাতে আমরা দিল্লিতে গিয়ে ভালো শিক্ষাব্যবস্থা নিয়ে আসতে পারি। এখানকার মানুষদের জন্য উন্নয়নমূলক কাজ ছিনিয়ে আনতে পারি। তিনি বলেন বিগত দিনে বিজেপি র সাংসদ কোনো কাজই করেননি।সব মিলিয়ে এবার লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির ভোট ব্যাংকে এখন কতটা থাবা বসাতে পারে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ সেটাই এখন দেখার।