গচ্ছিত রাখা টাকা আদায়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের একাংশ
1 min readগচ্ছিত রাখা টাকা আদায়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের একাংশ
চোপড়াথেকে রাকেশ রায় রিপোর্ট গচ্ছিত রাখা টাকা আদায়ের দাবিতে তৃণমূলের পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাচাকালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে গত 6 বছর আগে ছেলে-মেয়ের একটি গন্ডগোলের কারণেই সামাজিকভাবে বৈঠক করে মেয়ের বিয়ের জন্য দেড় লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। ওই টাকা দিয়ে যখন মেয়ের বিয়ে হবে
তখন ওই মেয়ের বিয়েতে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। সেই দেড় লক্ষ টাকা স্থানীয় আকতার আলী নামে এক তৃণমূল নেতার কাছে যে টাকা রাখতে দেওয়া হয় এবং সেই টাকা চাইতে গেলে ওই তৃণমূল নেতা ওই পরিবারের হাতে এক দুই হাজার করে টাকা তুলে দিয়েছে বলে জানা গেছে। কিছুদিন পরই ওই মেয়ের বিয়ের সম্পর্ক ঠিক হয়ে যায়। এবং সেই টাকা ওই তৃণমূল নেতার কাছে চাইতে গেলে তিনি আজকাল আজকাল করে ফিরিয়ে দিতে শুরু করে। ফলে বাধ্য হয়ে টাকা আদায়ের জন্য এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়ার থানার পুলিশ।