ফুল তুলতে গিয়ে পাথর বোঝাই লরির নিচে চাপা পড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বলি গৃহবধূ।
1 min readফুল তুলতে গিয়ে পাথর বোঝাই লরির নিচে চাপা পড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বলি গৃহবধূ।
ফুল তুলতে গিয়ে পাথর বোঝাই লরির নিচে চাপা পড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বলি গৃহবধূ। এ ছাড়াও আহত হয়েছেন এক ব্যক্তি সহ গৃহপালিত গরু। ঘটনাটি ঘটেছে শনিবার বংশী হারী ৫১২ জাতীয় সড়কে পাথরঘাটা পশ্চিমাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪ টা ৪০ মিনিট নাগাদ প্রতিদিনের মতো স্থানীয় এক গৃহবধূ জাতীয় সড়কের ধারে ফুল তুলতে যায়। সেই সময় ১৬ চাকার পাথর বোঝাই একটি লরি পাথরঘাটা ব্রিজ পার করে মূল পাকা রাস্তা থেকে বা দিকে নেমে প্রথমে একটি আম গাছকে ধাক্কা মারে। সামনে এক ব্যক্তি বাড়ির সামনে গরু বাঁধছিল।
পালাবার চেষ্টা করার সময় গরু সহ ওই ব্যক্তি আহত হয়। রাস্তার ধারে পাড়ার তিলোত্তমা ভগত (৩৮) এক গৃহ বধু ফুল তুলছিলো। লরিটি নেমে আসছে দেখে বাঁচার জন্য মূল রাস্তার দিকে যেতেই ঘটে বিপত্তি। কিছু বুঝে ওঠার আগেই গৃহ বধূকে ধাক্কা মেরে পাথর বোঝাই লরিটি উল্টে যায়। লরির নিচে চাপা পড়ে সেই মহিলা। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। জান চলাচল বন্ধ হয়ে পরে। ঘটনা স্থলে পুলিশ পৌঁছায়। দুই ঘণ্টার চেষ্টায় জেসিবি ও ক্রেনের সাহায্যে পাথর ও লরিটি কে অন্যত্র সরানো হয়। লরির নিচে থেকে দেহটিকে উদ্ধার করে পুলিশ। স্থানীয় সৈকত আলী বলেন, মর্মান্তিক দুর্ঘটনা। লরির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল বলে প্রাথমিক অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । কান্নায় ভেংগে পড়েছে মৃতার পরিবার।