রায়গঞ্জে বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষে শিল্প কর্মশালা
1 min readরায়গঞ্জে বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষে শিল্প কর্মশালা
তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর,১৫এপ্রিল:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে রায়গঞ্জ একাডেমি অফ্ আর্ট এনাটমির উদ্যোগে একটি শিল্প কর্মশালার উদ্বোধন হয়। উদ্বোধন করেন কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পিযুষ দাস।শিল্প কর্মশালাটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জ চেম্বার অব কমার্স ভবনে। জানা যায় লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন উপলক্ষে আজকের এই শিল্প কর্মশালা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ একাডেমি অফ আর্ট এ্যানাটমী বেশকিছু ছাত্রছাত্রীরা আজকের এই শিল্প কর্মশালায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ পীযূষ কান্তি দাস সাংবাদিক ডঃ সুনীল চন্দ, অধ্যাপক সুকুমার বারুই সহ বিশিষ্ট গুণীজন।সংস্থার সম্পাদক অভিজিৎ সরকার বলেন বিশ্ব শিল্প কলা দিবসকে সামনে রেখে ও বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের শিল্পকলার দিকে উৎসাহ দিতেই আজকে আমাদের এই শিল্প কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বলেন পূর্বের তুলনায় তুলনামূলক ভাবে অনেক যুবক যুবতীরা এই ধরনের শিল্প কলায় আগ্রহী হয়ে উঠছে বলে জানান। কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শংসাপত্র দেওয়া হয়।