রামপুর হাট এর গণহত্যার বিচার চাই এই দাবিতে ইসলামপুর SP অফিস ঘেরাও অভিযান এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর
1 min readরামপুর হাট এর গণহত্যার বিচার চাই এই দাবিতে ইসলামপুর SP অফিস ঘেরাও অভিযান এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর
সুব্রত কান্তি বিশ্বাস,ইসলামপুর আনিস খানের হত্যাকারীদের শাস্তি চাই ও রামপুর হাট এর গণহত্যার বিচার চাই এই দাবিতে ইসলামপুর SP অফিস ঘেরাও অভিযান এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর । ব্যারিকেড ভেঙে SP অফিসে ঢোকার চেষ্টা, পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন
এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর বাস টার্মিনাস থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে মিছিল করে SP অফিসের গেটের সামনে এসে পৌছায় এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর কর্মী সমর্থকেরা।
সেখানে তাদেরকে আটকানোর জন্য পুলিশ ব্যারিকেড বসানো হয়। সেই ব্যারিকেড ভেঙে SP অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে কর্মী সমর্থকেরা। এবং SP অফিসের নামনে বসে পড়েন SFI ও DYFI এর কর্মী সমর্থকেরা।