কালিয়াগঞ্জ পৌর নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে ইশ্বর রজকের সমর্থনে প্রচারে
1 min readকালিয়াগঞ্জ পৌর নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে ইশ্বর রজকের সমর্থনে প্রচারে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৫ ফেব্রুয়ারি:শুক্রবার সারা রাজ্যের ১০৮টি পৌর নির্বাচনের প্রচারের শেষ দিনে কালিয়াগঞ্জ পৌর নির্বাচনী প্রচারে শেষ লগ্নে ১৩ নমব্র ওয়ার্ডে মহেন্দ্রগঞ্জ বাজারের চৌমাথায় তৃণমূল প্রার্থী ঈশ্বর রজকের সমর্থনে বক্তব্য রাখলেন রায়গঞ্জের পৌর পিতা সন্দীপ বিশ্বাস।তিনি তার ঝর তোলা বক্তব্যে বলেন কালিয়াগঞ্জ পৌর সভার ১৭ টি আসনেই কালিয়াগঞ্জ পৌর নাগরিকরা তৃণমূলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলেই তার বিশ্বাস।কারন কালিয়াগঞ্জ শহরের যে উন্নয়ন করেছে তা
একমাত্র তৃণমূলই দাবি করতে পারে।তাই আগামীতে তৃণমূলের পৌর বোর্ড গড়ার পর আমরা কালিয়াগঞ্জ পৌর শহরকে মডেল পৌর শহরে পরিণত করে কালিয়াগঞ্জ বাসীকে দেখিয়ে দেব তৃণমূল একমাত্র দল যা প্রতিশ্রুতি দেয় কার্যে রূপায়িত করে জনগনকে তারাই উপহার দিতে পারে।তিনি বলেন এই পৌর নির্বাচনে অনেক রাজনৈতিক দল অনেক কথা বলতেই পারে। কিন্তূ নাগরিকদের মনে রাখতে যার পেছনে রাজ্যের উন্নয়নের কান্ডারী মমতা ব্যানার্জীর মত নেত্রী আছেন সেই দলের পক্ষেই একমাত্র উন্নয়ন করা সম্ভব।তাই ১৩ নমবর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন বলেই তার বিশ্বাস।পথ সভায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন জেলা তৃণমূলের মহিলা নেত্রী চৈতালি ঘোষ,তৃণমূলের রাজা সম্পাদক অসীম ঘোষ, প্রার্থী ঈশ্বর রজক সহ সুদীপ ভট্টাচার্য।