কালিয়াগঞ্জ এ তৃণমূলের ১৭ জন প্রার্থী আজ নমিনেশন জমা দিলেন। কিন্তু প্রশ্ন থেকে গেল তারা কেউ এখনো অব্দি সিম্বলপাননি কেন
1 min readকালিয়াগঞ্জ এ তৃণমূলের ১৭ জন প্রার্থী আজ নমিনেশন জমা দিলেন। কিন্তু প্রশ্ন থেকে গেল তারা কেউ এখনো অব্দি সিম্বলপাননি কেন ?
তনময় চক্রবর্তী আসন্ন কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া নমিনেশন ফাইল হয়ে গেল তৃণমূল কংগ্রেসের ১৭ জন প্রার্থীর। তবে নমিনেশন ফাইল করার সময় এই সতের জন এর মধ্যে কেউই সিম্বল পান নি। তাই কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন আবার একটা আশঙ্কার মেঘ দেখা দিয়েছে সেটা হল শেষ মুহূর্তে কি আবারও কোন পরিবর্তন হতে পারে।
আর যদি পরিবর্তন হয় তাহলে কোন ওয়ার্ডে পরিবর্তন হবে চলছে জোর জল্পনা। তবে যাই হোক না কেন আজ সকাল সকালেই কালিয়াগঞ্জ এর ১৭ টি ওয়ার্ড থেকে ১৭ জন তৃণমূলের প্রার্থী কর্ণজোড়া এ চলে যান নমিনেশন ফাইল করতে।
এদিকে জানা যায় তৃণমূল কংগ্রেস আজ নমিনেশন ফাইল করলেও বিজেপির প্রার্থীরা আগামীকাল নমিনেশন ফাইল করবে।