কয়েকশো দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হল
1 min readকয়েকশো দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হল
১২৫ জন দুস্থ ছাত্রছাত্রীদের হাতে ২ হাজার টাকা করে দান করলেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার দেশ নায়ক নেতাজী সুভাষ বোসের ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে । এর পাশাপাশি এদিন কয়েকশো দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হল।
রায়গঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপ্পস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী সহ তৃনমূল শীর্ষ নেতৃত্ব।রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃনমূল নেতা অরিন্দম সরকারের উদ্যোগে নেতাজী সুভাষ বোসের জন্মদিবস উপলক্ষ্যে দুস্থ ছাত্রছাত্রীদের ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হল। পাশাপাশি বেশকিছু দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশ বরেন্য নেতা নেতাজী সুভাষ চন্দ্র বোসকে নিয়ে রাজনীতি করছে। বিজেপির দেশ নায়ক নেতাজী সুভাষ বোসকে নিয়ে রাজনীতি করার তীব্র প্রতিবাদ করেন রায়গঞ্জের তৃনমূল বিধায়ক কৃষ্ণ কল্যানী।