ICDS ওয়ার্কার ও হেলপারদের নিয়ে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করা হল রবিবার
1 min readICDS ওয়ার্কার ও হেলপারদের নিয়ে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করা হল রবিবার
চোপড়া : রাকেশ রায় , ICDS ওয়ার্কার ও হেলপারদের নিয়ে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করা হল রবিবার। এদিন চোপড়ার আই টি আই কলেজে icds ওয়ার্কার ও হেলপারদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চোপড়া ব্লকের আটটি অঞ্চল থেকে icds এর ওয়ার্কার ও হেলপার রা অংশ নেন। এদিন এই সভার মধ্য দিয়ে icds ওয়ার্কার
ও হেলপারদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করা হয়। ব্লক কমিটিতে সভাপতি নির্বাচিত হন গায়েত্রী সরকার বিস্বাস। এদিন শুধু সভাপতির পদ ঘোষণা করা হয়,বাকি পদ ঘোষণা করা হয় নি। এদিনের সভায় উপস্থিত ছিলেন, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ, ব্লক সভানেত্রী আসমত আরা বেগম, অসীম মুখার্জি, হাসান কামাল রানা, ফতেবুল রহমান প্রমুখ।