December 28, 2024

বিজেপি-র টিকা মমতা, কোভিডের ভ্যাকসিন কোভিশিল্ড: দিনহাটায় অভিষেক

1 min read

বিজেপি-র টিকা মমতা, কোভিডের ভ্যাকসিন কোভিশিল্ড:  অভিষেক

কোভিডের মতো বিজেপিকেও ভাইরাস হিসেবে চিহ্নিত করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিনিহাটার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী উদিয়ন গুহর প্রচারে গিয়ে অভিষেক বলেন, ‘করোনা যেমন ভাইরাস, তেমন বিজেপি-ও। করোনার ভ্যাকসিন হল কোভিশিল্ড। আর বিজেপি ভাইরাসের ভ্যাক্সিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনিই সব কেন্দ্রে প্রার্থী। এদিন উপনির্বাচনের প্রচারে গিয়ে একই কথা বললেন অভিষেক।

তাঁর কথায়, ‘দিনহাটায় উদয়ন গুহ নন, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মানুষ এই ফলের দিকে তাকিয়ে আছেন। উপনির্বাচনের ফল ৪-০ হবে। তবে জয়ের ব্যবধান বাড়াতে হবে। কোচবিহার থেকে বিজেপি-কে উত্‍খাত করতে হবে।” গোসাবা, খড়দহের মতো ফের এদিন গোয়া দখলের হুঙ্কার দেন অভিষেক। তাঁর কথায়, ”আমরা ত্রিপুরায় গিয়েছি। গোয়াতেও ঢুকেছি। আরও ৫-৭টা রাজ্যে যাব। সামনে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি। হাতে তিন মাস হাতে সময় আছে। গোয়ায় বিধানসভা আসন ৪০টি।

 

দল আমাকে দায়িত্ব দিয়েছে। তিন মাসে গোয়ায় জোড়াফুল ফুটবে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করবে। আপনারা লিখে নিন। এর পর ত্রিপুরা, মেঘালয়, অসম এবং উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যেও আমরা যাব। তার কারণ বাংলা পথ দেখিয়েছে। দেশকে পথ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

পাড়ার ভোট হোক বা উপনির্বাচন, তৃণমূল এখন সব ভোটকেই চব্বিশের পথ চওড়া করার পথ হিসেবে দেখছে। শুধু দেখছে নয়, দেখাতেও চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..