January 4, 2025

ডালখোলা শহর যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন সাহিল নওয়াজ

1 min read

ডালখোলা শহর যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন সাহিল নওয়াজ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলায় আগামী পৌর সভার ভোটকে পাখির চোখ হিসাবে ধরে নিয়ে জেলার ডালখোলা শহরকে সাজানোর কাজ কংগ্রেসে শুরু করে দিল। সেই লক্ষে ডালখোলায় কংগ্রেসকে শক্তিশালী করতে ডালখোলা শহর যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হল কংগ্রেসের অন্যতম মুখ সাহিল নাওযাজকে।বুধবার তার হাতে চিঠি তুলে দেন উত্তর দিনাজপুর জেলার জেলা যুব কংগ্রেসের সভাপতি তুষার গুহ। সভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের

জেলা সম্পাদক রমেশ ভগত,টাউন সভাপতি আলি হোসেন এবং ইসলামপুর মহকুমার ইনচার্জ মুস্তাফা আলম। ডালখোলা শহর যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় সাহিল নওয়াজ বলেন তাকে যে গুরু দায়িত্ব দেওয়া হল তাতে তার দলের প্রতি দায়িত্ব অনেকগুন বেড়ে গেল।তিনি দলের স্বার্থে কংগ্রেস দলের একজন সৈনিক হিসাবে যখন যে দায়িত্ব দেবে তা গুরুত্ সহকারে পালন করে যাবেন।যুবদের কংগ্রেস দলে আনার জন্য তিনি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করবার ব্যবস্থা করবেন বলে জানান।সাহিল নওয়াজ ডালখোলা যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে কংগ্রেসের বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *