January 10, 2025

আসামের ৫জন নিরীহ বাঙ্গালী খুনের প্রতিবাদে ভাঙরে প্রতিবাদ মিছিল

1 min read
মিজানুর মোল্যা–ভাঙর--আসামে ৫জন নিরীহ বাঙালীকে নৃসংশ ভাবে খুনের ঘটনায় রাজ্যের অন্যান্য জেলার সাথে  ভাঙরেও প্রতিবাদ মিছিলে সামিল হন স্থানীয় তৃণমূল নেতৃত্বগন।

এদিন মিছিলে পা মিলিয়ে প্রতিবাদে সরব হন জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা তথা মন্ত্রী রেজ্জাক মোল্যার ছেলে মোস্তাক আহমেদ,তার স্ত্রী পিউ আহমেদ ও তৃণমূল নেতা ওবায়দুল মোল্যা সহ তৃণমূলের সমর্থকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *