ভ্রাতৃ দ্বিতীয়া উৎসবের আয়োজন শিশু সদনের অনাথ আবাসিকদের
1 min read
রায়গঞ্জের দেবীনগরেই রয়েছে ।বেশকিছু ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে । অভিভাবক নেই যাদের মধ্যে আধিকাংশ আবাসিকের । আবার কারও বাবা- মা কিংবা আত্মীয়স্বজন থাকলেও নেয় না কোন খোঁজ খবর ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে আপন করে নিয়েছে তারা শিশু সদনকেই ।আনন্দ উৎসবে সামিল হওয়ার সুযোগ মেলে না তাঁদের সারা বছর শিশু সদনে থাকায় দূর্গোৎসব কিংবা অন্য । শিশু সদনের অনাথ আবাসিকদের শুক্রবার শিশু সদন কতৃপক্ষের উদ্যোগে শিকে ছিড়লো ।ভ্রাতৃ দ্বিতীয়া উৎসবের আয়োজন করা হয় শিশু সদনের ভিতরে এদিন । শিশু সদনের এই আবাসিকদের উৎসাহ দিতে হোমে এসেছিলেন রায়গঞ্জের পুরপিতা সন্দীপ বিশ্বাস।এদিন অনাথ এই ভাইদের কপালে মঙ্গল তিলক এঁকে দিয়েছেএলাকার ছোট ছোট বোনেরা মঙ্গলদ্বীপ জ্বালীয়ে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});