January 10, 2025

উৎসবপ্রিয় বাঙ্গালীরা আবারো কালিয়াগঞ্জ পৌর উৎসবে মাততে চলছেন

1 min read

   
তন্ময়  চক্রবত্তী ঃ- বাঙালি দের শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা আর উৎসব শেষ হতে না হতে আরেকটি উৎসব কালিয়াগঞ্জ অনুষ্ঠিত হতে চলছে আর সেই উৎসবকে ঘিরে সাজো সাজো রব কালিয়াগঞ্জ শহরে জানা যায় আগামী ১৪   নভেম্বর থেকে ১৮  নভেম্বর  কালিয়াগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে কালিয়াগঞ্জ পৌর উৎসব আর সেই উপলক্ষে এখন তারই প্রস্তুতি তুঙ্গে

কালিয়াগঞ্জ পুরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল বলেন,  বর্ণাঢ্য মশাল মিছিলের মাধ্যমে শান্তি ,  উন্নয়ন ,  সাম্প্রদায়িক সম্প্রীতি জাতীয় সংহতি লক্ষ্যে  নিয়ে মুখোশ নিত্য আদিবাসী নৃত্য ওর মাধ্যমে এই উৎসবের সূচনা হবে আর শেষ  হবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের সংগীতের মাধ্যমে এছাড়া পৌরপতি  বলেন এই পৌর উৎসব চলাকালীন উৎসব প্রাঙ্গণে থাকবে চাঁদের হাট শুধু তাই নয় সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়ার যেমন  ব্যাবস্তা
থাকছে  এর
 পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা  বিজয়ী  তাদেরও  পুরস্কার বিতরণ করা হবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এর পাশাপাশি যেমন থাকবে বসে আঁকো প্রতিযোগিতা,  তেমন যাত্রিক নাট্যগোষ্ঠীর নাকাশি কাঁথার মাঠ , কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার পরিবেশন করবে কাকতাড়ুয়া নামে একটি নাটক এছাড়া বিচিত্র সংস্থা তারাও এই অনুষ্ঠানে আদর্শ জ্ঞানভাণ্ডার নামে একটি নাটক মঞ্চস্থ করবে এর পাশাপাশি সঙ্গীত শিল্পী পল্লবী সাহা,  মিমি পাট্টাদার  , ব্রততী দাস সহ বিভিন্ন নামিদামি শিল্পীরা তারা  সংগীত পরিবেশন করবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এছাড়া গন্ধর্ব নিত্য মহাবিদ্যালয়    সংগীতা মিউজিক কলেজের নৃত্যানুষ্ঠান থাকবে।এর পাশাপাশি অনুষ্ঠানে  বিবেকানন্দের শিকাগো বক্তৃতার একশ পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটি বক্তৃতা
আরো আয়োজন করা হয়েছে
সব মিলিয়ে উৎসবপ্রিয় বাঙ্গালীদের যেন পিছু ছাড়ছে না কালিয়াগঞ্জ
এর মানুষকে । তাই কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে এই  পৌর উৎসব কে ঘিরে  এখানকার মানুষরা  আবারও  এখন
উৎসবের আনন্দে  গা ভাসাবে  কালিয়াগঞ্জ শহরে তা নিঃসন্দেহে বলা   যেতেই  পারে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *