January 10, 2025

আদালতের নির্দেশে এ রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআইয়ের তদন্তে আমরা আশাবাদী-নিশীথ

1 min read

আদালতের নির্দেশে এ রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআইয়ের তদন্তে আমরা আশাবাদী-নিশীথ

 

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫শে আগস্ট:পশ্চিমবঙ্গে ভোটের আগে ও ভোট পরবর্তী হিংসার ঘটনা সবারই জানা।ভোটের পরে এই রাজ্যে যে ভাবে আমার আপনার মা বোনদের ইজ্জত নিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা এমন নিষ্ঠুরতা এ রাজ্যের মানুষ সম্ভবত আগে এই বঙ্গের চেহারা এমন কেউ দেখেনি। তাই কোর্টের নির্দেশে সিবিআই ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করেছে।আমরা সিবিআই এর তদন্তে খুশি ও আশাবাদী।আমরাশহীদ সম্মান যাত্রায় বেরিয়ে পড়েছি শহীদদের সন্মান জানাতে।শহীদ সন্মান যাত্রায় যোগ দিতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্র মন্ত্রী নিশীথ প্রামানিক মালদা থেকে দক্ষিণ দিনাজপুর হয়ে কালিয়াগঞ্জে বিবেকানন্দ মোড়ের মারওয়ারী ভবনে রাতে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন।মন্ত্রী বলেন উত্তরবঙ্গের মানুষ পৃথক রাজ্যের দাবি জানানো র পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই দায়ী।কারন উত্তরবঙ্গের জন্য অনুমোদন হওয়া

এইমস তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কি ভাবে উত্তরবঙ্গের মানুষদের বঞ্চিত করে উত্তরবঙ্গ থেকে কল্যানিতে নিয়ে নিয়ে গেলেন?উত্তরবঙ্গের মানুষদের জন্য এমস হাসপাতাল হলে মুখ্যমন্ত্রীর কোন অসুবিধা হত?যেদিন রায়গঞ্জ থেকে এমস হাসপাতাল একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উত্তরবঙ্গে হতে না দিয়ে কল্যানিতে নিয়ে যেতে পারেন সেদিনই রাজ্যের বিভাজনের রাস্তা তিনি নিজেই তার অজান্তে তৈরী করে রেখেছিলেন।পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক আমরা তার কোনদিন বিরোধিতা করিনি।

কিন্তূ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি নিজে হাতে জোর করেই উত্তর বঙ্গের মাটিতে এমস হাসপাতাল হতে দেয়নি।আর সেদিনই তিনি নিজেই উত্তরবঙ্গের মানুষদের অপমানিত করেছেন।বিশাল ধাক্কা দিয়েছেন উত্তরবঙ্গের মানুষদের।কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ বিগত ১৫বছর ধরে কাজ শুরু হয়েও বন্ধ হয়ে আছে এই প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হচ্ছে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন আমি শুনেছি।সবার সাথে কথা বলে এসব পুনরায় শুরু করতে হবে বলে মন্ত্রী নিশীথ প্রামানিক জানান।

সবাই বলছে উপনির্বাচন হওয়া নিয়ে নাকি দিদিকে খুব একটা সমস্যার মধ্যে দাদা ফেলবেন বলে মনে হচ্ছেনা এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন নির্বাচন দেখবে নির্বাচন কমিশন।তা সময়েই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বুধবার দক্ষিণ দিনাজপুর থেকে ফতেপুরে এলে সেখানেই তাকে সম্বর্ধনা জানান বিজেপির উত্তর দিনমজুর জেলার নেতৃবৃন্দ।পরে সেখান থেকে ধনকোল।পঞ্চানন মোড়ে পঞ্চানন বর্মার গলায় ফুলের মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানান মন্ত্রী।পরবর্তীতে কালিয়াগঞ্জের মা বয়রা মন্দিরে মন্ত্রী মায়ের পূজা দেন১০৮ টা পদ্মফুল ও জবা ফুল দিয়ে।বিজেপি নেতা কার্তিক চন্দ্র পাল তাকে মায়ের পূজার ব্যাপারে সহায়তা করেন।কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরি,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী,বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার,বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অনেকেই।মারওয়ারী ভবনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ।প্রামানিক,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *