January 10, 2025

কালিয়াগঞ্জে বুধবার শহীদ সন্মান যাত্রায় সমিল হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক

1 min read

কালিয়াগঞ্জে বুধবার শহীদ সন্মান যাত্রায় সমিল হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪আগস্ট:দুই দিনের শহীদ সন্মান যাত্রায় অংশ নিতে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিধান সভা নির্বাচনের পর আসার খবরে উত্তর ক দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে।বিজেপি সূত্রে খবর নিয়ে জানা যায় বুধবার বিকেলে চারটার সময় মালদা থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর হয়ে ধনকোল পঞ্চানন বর্মা মোড়ে পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করার পর কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মা বয়রা মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।পরে কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক রসিদপুরে শহীদ পরিবারের পরিজনদের সাথে মন্ত্রী দেখা করবেন বলে জানা যায়।শহীদ সন্মান যাত্রায় মন্ত্রীর সঙ্গে থাকবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার,রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ,রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী,

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ জেলা ও উত্তর বঙ্গের বিভিন্ন জেলার বিধায়ক সহ।বিজেপির উর্ধতন নেতৃত্ব।কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহবলেন বুধবার যেমন

কালিয়াগজ ব্লকের শহীদ পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানাবেন তেমনি মন্ত্রী ইটাহার ব্লকের নন্দন গ্রাম এলাকার শহীদ পরিবারের সাথেও দেখা করবেন বলে জানান।ভবানিবাবু বলেন কালিয়াগঞ্জে শহীদ সম্মাননা অনুষ্ঠানের পর মন্ত্রী হেমতাবাদ হয়ে রায়গঞ্জে যাবেন।পরের দিন বৃহস্পতিবার মন্ত্রী রায়গঞ্জে একটি সাংবাদিক সম্মেলন করার পর তিনি ডালখোলা ইসলামপুরে দারিভিটে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের সাথে দেখা করার পর চোপড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *