January 10, 2025

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের পান্জিপারা শান্তিনগর বিএসএফ ক্যাম্পে উযাপিত হলো রাখি বন্ধন উৎসব

1 min read

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের পান্জিপারা শান্তিনগর বিএসএফ ক্যাম্পে উযাপিত হলো রাখি বন্ধন উৎসব

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের পান্জিপারা শান্তিনগর বিএসএফ ক্যাম্পে উযাপিত হলো রাখি বন্ধন উৎসব । আজ বিএসএফের যাবান দের রাখী পরিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। ভাই-বোনের এই রাখি উৎসব কে পালন করেন।

যুবো নেতা নেফে হাবিব বলেন আমরা হিন্দু মুসলিম মিলে মিশে এক সঙ্গে থাকবো। রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ ভঙ্গ র সময় পালন করেছিলেন হিন্দু মুসলিম রাখি বেধে। তিনি বলেন পান্জিপারা বিএসএফ ক্যাম্পে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয় বিএসএফ জওয়ানদের হাতে রাখি বেঁধে তিনি বলেন আপদে-বিপদে আমরা

একে অপরের সঙ্গে থাকি আমরা সবার সঙ্গে আছি প্রত্যেকটি যাবানরে সঙ্গে আমরা আছি। সামস উদ্দিন মুন্না শ্রমিক নেতা বলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসব এই রাখি বন্ধন উৎসব একে অপরের সঙ্গে বন্ধনের উৎসব আজ এই রাখি বন্ধন উৎসব বিএসএফ ক্যাম্পের জওয়ানদের হাতে রাখি পরিয়ে উদযাপিত করা হয

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *