ডালখোলা শহর কংগ্রেসের উদ্দ্যোগে স্বতন্দ্র সেনানী ও শহীদ সন্মান দিবস উদযাপন
1 min readডালখোলা শহর কংগ্রেসের উদ্দ্যোগে স্বতন্দ্র সেনানী ও শহীদ সন্মান দিবস উদযাপন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫ উত্তর দিনাজপুর জেলার ডালখোলা।কংগ্রেসের উদ্দ্যোগে স্বতন্ত্র সেনানী ও শহীদ সন্মান দিবস উদযাপন করা হয়।উপস্থিত ছিলেন শহর কংগ্রেস সভাপতি আলতাফ হোসেন জেলা কংগ্রেস কমিটির সম্পাদক রমেশ ভগত উপস্থিত ছিলেন শহর কংগ্রেস সভাপতি আলতাফ হোসেন, উওর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির সম্পাদক রমেশ ভগত,
শহর যুব কংগ্রেস সভাপতি চঞ্চল সরকার, পশ্চিম বঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির জোনাল কো অর্ডিনেটর সাহিল নাওয়াজ সহ অন্যান্য কর্মী সমর্থকেরা।অপরদিকে রবিবার ডালখোলায় ৭৫ তম স্বাধীনতা দিবস অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।
উপস্থিত ছিলেন শহর কংগ্রেসের সভাপতি আলতাফ হোসেন,জেলা।কংগ্রেস কমিটির সম্পাদক রমেশ ভগত,জেলা ছাত্র পরিষদের সভাপতি আব্দুল ।মুক্তাদির,শহর যুব কংগ্রেসের চঞ্চল সরকার এবং ।পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের কমিটির জোনাল কো-অর্ডিনেটর সাহিল নাও যাজ সহ অন্যান্য কংগ্রেস সমর্থকেরা।