দুয়ারে সরকারের মাধ্যমে প্রচুর মানুষ উপকার পাবে বলেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল
1 min readদুয়ারে সরকারের মাধ্যমে প্রচুর মানুষ উপকার পাবে বলেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর গতবছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে পাড়ায় সমাধান প্রকল্প চালু করা হয়েছিল এবং দুয়ারে সরকার হয়েছিল এই বছর সেরকমই দুয়ারের সরকারও চালু হচ্ছে বলে জানান ইসলামপুর পৌর প্রশাসক কানাইলাল আগরওয়াল। পশ্চিমবঙ্গ সরকারের যে পাড়ায় সমাধান প্রকল্প চালু করেছিল সেখান থেকে ইসলামপুর মিলন পল্লী হাই স্কুল এর দুটি
শ্রেণিকক্ষের আবেদন করা হয়েছিল সেই মতন আজ সেই শ্রেণিকক্ষের উদ্বোধন করেন পৌর প্রশাসক। তিনি আরো বলেন গত বছর যে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান দুটোকে একসঙ্গে করে দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষ উপকৃত হয়েছিলেন ।
এই বছরও 16 তারিখ থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষ থেকে যে লক্ষী ভান্ডার প্রকল্প চালু করা হয়েছে তাতেও বিপুল সাড়া পাওয়া যাবে বলে তিনি মনে করেন। ওই শ্রেণিকক্ষ দুটি ওই স্কুলের প্রাপ্ত দুই প্রধান শিক্ষকের মশায়ের নামে কক্ষ দুটির নামকরণ করা হয়েছে