January 10, 2025

দুয়ারে সরকার কর্মসূচিকে সফল করতে কালিয়াগঞ্জ পৌরসভার বিশেষ উদ্যোগ

1 min read

দুয়ারে সরকার কর্মসূচিকে সফল করতে কালিয়াগঞ্জ পৌরসভার বিশেষ উদ্যোগ

তনময় চক্রবর্তী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী এবার যদি ক্ষমতায় আসি তাহলে দুয়ারে সরকার আবার হবে। শুধু তাই নয় মহিলাদের হাত খরচের জন্য দেওয়া হবে লক্ষী ভান্ডার প্রকল্প চালু করে তাদের ব্যাংক একাউন্টে হাত খরচের টাকা। বিধানসভা নির্বাচনের পর পুনরায় ক্ষমতায় এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তাই কথা এবং কাজকে বাস্তবে পরিণত করতে আগামী ১৬ ই আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে দুয়ারে সরকার প্রকল্প। এবার সেই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের ৬৪ টি প্রকল্পের যেমন

সুবিধা পাবে সাধারণ মানুষ তেমনি লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলারা সেই দুয়ারে সরকার এ গিয়ে পাবে সেই প্রকল্পের ফর্ম পূরণ করে হাত খরচের টাকা।এবার দুয়ারে সরকারের কর্মসূচিকে সার্থক করে তুলতে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন জায়গা দেখা গেল পোস্টার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে।

যেখানে মূলত সাধারন মানুষ দের সচেতনতা করে তুলতে এই ধরনের উদ্যোগ বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে।ইতিমধ্যে দুয়ারে সরকারের কর্মসূচিকে সামনে রেখে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে সমগ্র কালিয়াগঞ্জ শহরজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *